প্রতিবেদন: সিকিমে (Sikkim) গভীর খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি । প্রাণ হারালেন ৪ জওয়ান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদ এলাকার কাছে। দালাপচাঁদ ফটকের অদূরেই রেনক-রংলি রাজ্য সড়কে চাকা পিছলে যায় গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে ৭০০ থেকে ৮০০ ফুট গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মৃতদের সকলেই পশ্চিমবঙ্গের বিনাগুড়ির ই এম সি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে। বাংলার পেটম থেকে পাকিঙের সিল্ক রুট ধরে জুলুকে যাওয়ার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, নিহত ৪ জনের নাম প্রদীপ প্যাটেল। বাড়ি মধ্যপ্রদেশে। গাড়ি চালাচ্ছিলেন তিনিই। এছাড়া ছিলেন মণিপুরের কারিগর ডব্লু পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর সুবেদার কে থাঙ্গাপান্ডি।
আরও পড়ুন- যোগীরাজ্যে ফের এনকাউন্টারে মৃত্যু
লক্ষণীয়, ২০২২ সালেও সিকিমে (Sikkim) দুর্ঘটনার কবলে পড়েছিল সানাবাহিনীর গাড়ি। প্রাণ হারিয়েছিলেন ১৬ জওয়ান। উত্তর সিকিমের ওই দুর্ঘটনায় মৃত ১৬ জনের মধ্যে ৩ জন ছিলেন অফিসার পদমর্যাদার। সেবারেও নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পড়ে গিয়েছিল সেনাযান। দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের গাড়িও। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় পর্যটকবোঝাই গাড়ি। মৃত্যু হয় ৫ জনের। বৃহস্পতিবারের দুর্ঘটনার নেপথ্য কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। কারণ খতিয়ে দেখছে পুলিশও।