প্রতিবেদন : আপাতত ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রী এ-রাজ্যে ঢুকতে দেবে না রাজ্য প্রশাসন। ওড়িশায় বার্ড ফ্লু-র (Bird flu) সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওই রাজ্য থেকে পোল্ট্রিজাত সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পোল্ট্রি শিল্পের ব্যাপ্তি অনেক বেশি। ওড়িশার বার্ড ফ্লু যাতে কোনওভাবে এ রাজ্যে ঢুকতে না পারে, তার জন্য আগামী দু’সপ্তাহ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আরও পড়ুন-আলোর সন্ধানে গিয়ে হেনস্থা ‘আলো’কেই
ওড়িশার বার্ড ফ্লু কবলিত এলাকা থেকে ডিম ও মুরগি কোনওভাবেই যাতে এ রাজ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগকারী সব রাস্তায় নাকা চেকিং করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু সংক্রমণের কোনও খবর নেই। পোল্ট্রি শিল্প পুরোপুরি নিরাপদ। যেহেতু পড়শি রাজ্যের কয়েকটি জায়গায় প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই পোল্ট্রি ফেডারেশনের পরামর্শ মেনে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।