প্রতিবেদন : বিনা চিকিৎসায় কোন্নগরের ২২ বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যুক্তিযুক্ত ও সমর্থনযোগ্য বলেও, তাঁদের কাছে তিনি আবেদন করেছেন, জুনিয়র ডাক্তাররা যেন এমন পদ্ধতিতে আন্দোলন করেন যাতে, চিকিৎসা পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন না ঘটে। এভাবে আর কারও প্রাণ যাতে না যায়। শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে এই মর্মান্তিক ঘটনার কথা পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) লিখেছেন, বর্তমানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। তার জেরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। কোন্নগরের রোড অ্যাক্সিডেন্টের পর যার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু আরজি কর হাসপাতালে আসার পরেও বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হল। মায়ের কাছে এই মৃত্যু যন্ত্রনার। কোনও কিছুতেই তা পূরণ করা সম্ভব নয়।
আরও পড়ুন: কর্মবিরতির জের : রক্তক্ষরণ, বিনা চিকিৎসায় আরজি করে মৃত্যু যুবকের
অভিষেক আরও লিখেছেন, এভাবে চোখের সামনে একজন রোগীকে মারা যেতে দেখেও তাঁর চিকিৎসা না করা কার্যত তাঁকে হত্যার শামিল। প্রতিবাদ চলুক। কিন্তু তা হোক গঠনমূলক। যেখানে সহমর্মিতা এবং মানবিকতা থাকবে। বিনা চিকিৎসায় কিংবা গাফিলতিতে যাতে আর একজনেরও মৃত্যু না হয় তা আমাদের প্রত্যেককেই নিশ্চিত করতে হবে।