সংবাদদাতা, বনগাঁ : পঞ্চায়েত প্রধানের সই ও সিল জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল কনভেনারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিজেপির মণ্ডল কনভেনার-সহ দু-জনকে গ্রেফতার করেছে। ধৃত বিজেপি নেতার নাম তন্ময় সরকার। ধৃত আর একজন প্রহ্লাদ হালদার সম্পর্কে তাঁর জামাই। দু-জনকেই গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, স্থানীয় গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মাঝির সই ও সিল জাল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করেছিলেন গাড়াপোতা পঞ্চায়েতের কুন্দিপুর এলাকার বাসিন্দা ওই বিজেপি নেতার বাবা পরীক্ষিত সরকার। পরীক্ষিত সরকারের ছেলে তন্ময় সরকার বিজেপির মণ্ডল কনভেনার। অভিযোগ, তন্ময়ই তার রাজনৈতিক প্রভার খাটিয়ে পঞ্চায়েত প্রধানের সই, সিল এবং মেমো নম্বর জাল করে ওয়ারিশন সার্টিফিকেট বের করে দিয়েছিল। ওই সার্টিফিকেট বনগাঁর বিএলআরও দফতরে জমা দেওয়া হয়। বিএলআরও দফতর থেকে ভেরিফিকেশনের জন্য ওই ওয়ারিশন সার্টিফিকেট গাড়াপোতা পঞ্চায়েতে পাঠানো হয়। পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি দেখেন, ওই সার্টিফিকেটে দেওয়া তথ্যের কোনও রেকর্ড তাঁর পঞ্চায়েতে নেই। পঞ্চায়েতের সিল, মেমো নম্বর এবং প্রধানের সই জাল করা হয়েছে। তারপরই গাড়াপোতার পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত পরীক্ষিত সরকারের ছেলে বিজেপির মণ্ডল কনভেনর তন্ময় সরকার এবং তার জামাই প্রহ্লাদ হালদারকে গ্রেফতার করেছে।