বিজেপির উত্তরাখণ্ড : গ্রামে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ!

Must read

প্রতিবেদন : অহিন্দুদের গ্রামে প্রবেশ নিষেধ। নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড দেওয়া হল বিজেপিশাসিত রাজ্য উত্তরাখণ্ডে। পোস্টারে পোস্টারে ছয়লাপ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের একাধিক গ্রাম। সেখানে লেখা— অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকারদের প্রবেশ নিষেধ। এই সাইনবোর্ডের কথা স্বীকার করে নিয়েছে বিজেপি-রাজ্যের পুলিশ প্রশাসনও। তাদের দাবি, বহু জায়গায় সাইনবোর্ড সরানো হয়েছে। গ্রামে গ্রামে এই সাইনবোর্ডই বুঝিয়ে দিচ্ছে, উগ্র হিন্দুত্বের দাপট ক্রমশ বাড়ছে বিজেপিশাসিত রাজ্য উত্তরাখণ্ডে। এর আগে কানোয়ার যাত্রা চলাকালীন উত্তরাখণ্ডে বহু মসজিদ ঢেকে দেওয়া হয়েছিল সাদা কাপড়ে। তা নিয়েও বিস্তর বিতর্ক হয়।

আরও পড়ুন: গদ্দারদের চক্রান্ত ব্যর্থ করে নন্দীগ্রামের সমবায়ে জয়

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে এই সাইনবোর্ড ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। তাদের দাবি, বিজেপিশাসিত এই রাজ্যে মুসলিমদের পক্ষে বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। রুদ্রপ্রয়াগ মূলত হিন্দুপ্রধান এলাকা। প্রতিবছর বহু পুণ্যার্থী এই এলাকায় যান। সেই রুদ্রপ্রয়াগেই অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক দেওয়া হচ্ছে। ওই সাইনবোর্ডে শুধু অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারিই করা হয়নি, হুমকিও দেওয়া হয়েছে। লেখা হয়েছে— যদি অহিন্দু, রোহিঙ্গা মুসলিম এবং হকারদের গ্রামে দেখা যায়, তাহলে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এই সাইনবোর্ডগুলি দেওয়া হয়েছে স্থানীয় গ্রামসভার নামে। কারা এই সাইনবোর্ডের নেপথ্যে তা অবশ্য স্পষ্ট নয়। রুদ্রপ্রয়াগ পুলিশ স্বীকার করে নিয়েছে, এই ধরনের সাইনবোর্ড গ্রামে লাগানো হয়েছে। ইতিমধ্যেই বহু সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলি সরানোর কাজ চলছে। কারা এই সাইনবোর্ডের পিছনে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Latest article