জাতীয় সঙ্গীত বদলের দাবি মানবে না বাংলাদেশ

Must read

প্রতিবেদন: বাংলাদেশের (Bangladesh National Anthem) জাতীয় সঙ্গীত বদলের কোনও প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে কোনও দাবি বা প্রস্তাবই গ্রাহ্য হবে না। সাফ জানিয়ে দিল সেদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার দেশ ছাড়ার পরেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলের দাবি তোলে মৌলবাদীরা। রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনও গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয়। কিন্তু তাদের এই দাবি যে মানা হবে না, তা সাফ জানিয়ে দেওয়া হল অন্তর্বর্তী সরকারের তরফে। এককথায় উড়িয়ে দেওয়া হল সেই দাবি। কারণ ইতিমধ্যেই এই দাবির বিরুদ্ধে দেশজুড়ে ঝড় উঠেছে প্রতিবাদের। দেশের বিভিন্ন জায়গায় একই সঙ্গে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে মানুষ বুঝিয়ে দিচ্ছেন, জাতীয় সঙ্গীতের পরিবর্তনের অপচেষ্টা যে কোনও মূল্যে প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন: বিহারে ইউটিউব দেখে অপারেশন, প্রাণ গেল কিশোরের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেনের কথায়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত (Bangladesh National Anthem) পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনও পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশের জামাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করার।

Latest article