সংবাদদাতা, দুর্গাপুর : শিয়রে পুরভোট। তাকে সামনে রেখে এখন থেকেই গা-ঘামাতে শুরু করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। আসানসোল মেগা কর্পোরেশনের ১০৬টি এবং দুর্গাপুর কর্পোরেশনের ৪৩টি আসনে মসৃণ জয়ের লক্ষ্যে জেলা জুড়ে নানান কর্মসূচি নিয়ে এগোনোর প্রস্তুতি নিচ্ছে দল।
আরও পড়ুন-বাবা নেই, কন্যাদান করলেন তৃণমূল নেতা
চাপে পড়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার যে মোদি সরকারের ব্যর্থতা, প্রচারের ময়দানে তাকে পুঁজি করার পাশাপাশি জেলার দুটি মহকুমাতে গত পাঁচ বছরের উন্নয়ন কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এই উপলক্ষে দুর্গাপুরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়।
আরও পড়ুন-সাগরদিঘিতে ২০০ কোটির জলস্বপ্ন
বৈঠকে বিধান বলেন, বিধানসভা ভোটের নিরিখে যেসব ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেই ওয়ার্ডগুলি দখলে নিবিড় জনসংযোগে জোর দিতে বলা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, সেইসব মানবিক প্রকল্পের সুফল আগামী নির্বাচনে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসবে বলে আশাপ্রকাশ করেন বারাবনীর এই বিধায়ক। বৈঠকে ছিলেন মৃগেন্দ্রনাথ পাল, রমাপ্রসাদ হালদার প্রমুখ।