প্রতিবেদন : আরজি কর মামলার তদন্তে সিবিআই কতদূর অগ্রসর হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সারা দেশেই৷ ২৫ দিন ধরে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ কিন্তু তদন্তে অগ্রগতি হয়নি। মুখে কুলুপ সিবিআইয়ের। এই অবস্থায় সিবিআইকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা বর্ষীয়ান সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তাঁর প্রশ্ন, আরজি কর-কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করবে? আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে নির্ধারিত আরজি কর মামলার শুনানিতে সিবিআইকে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আরজি কর মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সারা দেশের প্রশ্নের মাঝে সিবিআই সেই স্ট্যাটাস রিপোর্টে কী তথ্য দেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ৷
আরও পড়ুন- ফের অশান্তি! অনির্দিষ্টকালের জন্য কার্ফু মণিপুরের ৩ জেলায়