প্রতিবেদন : আই লিগ থ্রি-র পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে বুধবার কঠিন পরীক্ষার সামনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। নৈহাটি স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের সামনে স্যাট তিরুর। কেরলের ক্লাব গ্রুপ পর্বে এখনও অপরাজিত। ৩ ম্যাচ খেলে দু’টি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষে তিরুর। সমসংখ্যক ম্যাচে দু’টি জয়ে ৬ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার রয়েছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন-এবার আমরা তৈরি, হুঁশিয়ারি মিরাজের, চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ
গ্রুপের প্রথম দু’টি দল যাবে পরের রাউন্ডে। বুধবার একই দিনে তিন ও চার নম্বরে থাকা দু’টি দল লেক সিটি এফসি এবং স্পোর্টস ওড়িশা পরস্পরের মুখোমুখি হবে। দু’দলেরই ৩ ম্যাচে ৪ পয়েন্ট। এই ম্যাচ সকাল ন’টা থেকে। ডায়মন্ড হারবারের ম্যাচ বিকেল তিনটের সময়। ওড়িশা জিতলে ডায়মন্ড হারবারকেও জিততে হবে। তবেই সেক্ষেত্রে ওড়িশার ৭ পয়েন্ট টপকে গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যেতে পারবে ডায়মন্ড হারবার। কিন্তু ওড়িশা পয়েন্ট নষ্ট করলে ডায়মন্ড হারবারকে ড্র করলেই হবে। কারণ, ওড়িশা তখন ডায়মন্ড হারবারকে পয়েন্টে ধরতে পারবে না।
আরও পড়ুন-প্রতিভার অভাবে ভুগছে পাক ক্রিকেট : সৌরভ
জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠারা সরাসরি জিতেই আই লিগে পরের রাউন্ডে যেতে মরিয়া। ওড়িশা ম্যাচের ফল আগে জেনে খেলার সুযোগ পেলে সেটা বাড়তি সুবিধাও হবে ডায়মন্ড হারবারের। তবে ডায়মন্ড হারবার শিবির নিজেদের পারফরম্যান্সে ফোকাস করছে। হেড কোচ কিবু ভিকুনা অনুশীলনে ফুটবলারদের উজ্জীবিত করেছেন ম্যাচের আগের দিন। চাপ থাকলে সেটাকে জয় করার মন্ত্রও বাতলে দিচ্ছেন ছেলেদের।
ওড়িশা ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে লেক সিটির বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে জয়ে ফিরেছে দল। পরপর ম্যাচ খেলার ক্লান্তি ভুলে গ্রুপের শেষ পরীক্ষায় জিতে পরের রাউন্ডের টিকিট কনফার্ম করতে মরিয়া নরহরিরা। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘শেষ ম্যাচটা জিতেই আমরা পরের রাউন্ডে যেতে চাই। কঠিন ম্যাচ। স্যাট তিরুরের অ্যাটাকিং লাইন বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে।’’