বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে অ্যাম্বুল্যান্স উদ্বোধনে চিরঞ্জিত

সেই দাবিকে প্রধান্য দিয়ে এই উদ্যোগ নেওয়া হল। এর ফলে অসুস্থ মানুষদের রাতবিরেতে হাসপাতালে নিয়ে যাওয়ার সুবিধা হবে।

Must read

সংবাদদাতা, বারাসাত : মানুষের প্রয়োজনে বিধায়ক তহবিলের টাকায় এবার। অ্যাম্বুল্যান্স। বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তাঁর বিধায়ক তহবিল থেকে প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতেের হাতে এই অ্যাম্বুল্যান্স তুলে দেন। মঙ্গলবার এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন (inauguration) করেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

আরও পড়ুন-

এছাড়াও উপস্থিত ছিলেন বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়, উপ-পুরপ্রধান তাপস দাসগুপ্ত, কাউন্সিলর সৌমেন আচার্য, বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, পঞ্চায়েত প্রধান অমল দাস সহ অন্যরা। অভিনেতা বিধায়ক বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চায়েতের নিজস্ব একটি অ্যাম্বুল্যান্সের। সেই দাবিকে প্রধান্য দিয়ে এই উদ্যোগ নেওয়া হল। এর ফলে অসুস্থ মানুষদের রাতবিরেতে হাসপাতালে নিয়ে যাওয়ার সুবিধা হবে।

Latest article