দুলাল সিংহ, বালুরঘাট: ভিনদেশিদের দুর্গাপুজোয় চমক বাংলার ছেলের। বালুরঘাটের প্রতিমার সাজশিল্পী দেবজ্যোতি মোহরার তৈরি দুর্গা প্রতিমার সাজ পাড়ি দিল সুদূর ক্যালিফোর্নিয়ায়। চমক থাকবে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিমার সাজেও, দাবি দেবজ্যোতির। কলেজে পড়ার সময়ে বাড়িতে দুর্গাপুজো করার জন্য নিজে প্রতিমা গড়ার মধ্য দিয়ে হয়েছিল শুরু। সেই সময় দুর্গা প্রতিমার সাজ নিজে হাতে তৈরি করে সাজ তৈরির কাজের শুভারম্ভ হয়েছিল।
আরও পড়ুন-জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা
পরবর্তী সময়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নেপালিপাড়ার যুবক দেবজ্যোতির হাতে তৈরি বিভিন্ন মুকুট এবং অন্যান্য প্রতিমার সাজ তৈরির সুখ্যাতি ছড়িয়ে পড়ে রাজ্য, এমনকী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এরপর রাজ্য ও দেশের পাশাপাশি বিদেশ থেকেও আসতে শুরু করে বিভিন্ন মুকুট ও প্রতিমার সাজের অর্ডার। চলতি বছরে আগত দুর্গোৎসবে দেবজ্যোতির হাতে গড়া দুর্গা প্রতিমার সাজ ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার উদ্দেশে পাড়ি জমিয়েছে, জানিয়েছেন দেবজ্যোতি। পাশাপাশি জানিয়েছেন, বর্তমানে তাঁর টিম নিয়ে বালুরঘাটের কচিকলা অ্যাকাডেমির দুর্গা প্রতিমার সাজ তৈরির কাজ করছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম দুর্গাপুজো কচিকলা অ্যাকাডেমির পুজো। প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই পুজোর। দেবজ্যোতি জানিয়েছেন, বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করছেন প্রতিমার সাজ। জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ।