ফের কেঁপে উঠল দিল্লি। ভূমিকম্প (Earthquake) অনুভূত হল দিল্লি এবং একাধিক এলাকায়। বুধবার সকালের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। তবে এই ভূমিকম্পের জেরে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- এবার ১০ WBCS আধিকারিককে IAS পদমর্যাদা রাজ্যের
আজ বেলা ১২টা ৫৮ নাগাদ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ১০ কিলোমিটার দূরে ডেরা ঘাজি খান এলাকায় এই কম্পনের উৎসস্থল। ইসলামাবাদ এবং লাহোরে কম্পনের তীব্রতা ছিল সবথেকে বেশি। কেঁপেছে মুলতান, ফইসলাবাদ, মিঞাওয়ালি, বাক্কর, কামলিয়া, ভালওয়াল, চিনিওট, হাফিজাবাদও। এছারা দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কিছুটা প্রভাব পড়েছে আফগানিস্তানেও।