শিল্প সম্মেলনের প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী বছরের দোরগোড়াতেই হবে মেগা সম্মেলন। ২০২৫-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সফল করার জন্য আজ নবান্নে প্রস্তুতি-বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চলতি বছরে লোকসভা নির্বাচন থাকার কারণে প্রস্তুতি নেওয়া যায়নি। সেই কারণেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী বছর। এই বৈঠকে যেমন রাজ্যের প্রথম সারির কয়েকজন শিল্পপতি, কলকাতা ও জেলার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তেমনি রয়েছেন মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব, শিল্পসচিব, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং এমডি-সহ পদস্থ, কর্তারা। অনেক শিল্পকর্তা উপস্থিত থাকতে পারছেন না বলে খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ছাড়াও প্রস্তাবিত বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের পরিকল্পনাও আলোচ্য সূচিতে রয়েছে। চলতি মাসেই দুবাইয়ের ধাঁচে ওই উত্সব হওয়ার কথা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে।

আরও পড়ুন- বারবার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার, ফের নয়া শর্ত দিলেন ডাক্তারি পড়ুয়ারা

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ‘ই ডুইং বিজনেস’-এর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে। শিল্পপতিদের সুবিধার জন্য যে যে বিষয়গুলি দরকার তা নিয়ে রাজ্য সরকার এর মধ্যে ভেবে দেখছে। পরিকাঠামোর বিকাশ থেকে একজানালা পদ্ধতি কার্যকর করার মতো বিষয় শিল্পমহলকে বাংলার প্রতি আগ্রহ বাড়িয়েছে। বহু শিল্পপতি বাংলায় লগ্নি করার জন্য এগিয়ে আসছেন। এর মধ্যে অনাবাসী ভারতীয় থেকে বিদেশি লগ্নকারীরাও বাংলাকে শিল্পের সেরা গন্তব্য বলে মেনে নিয়েছেন। উল্লেখ্য, ২০২৩-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪ লক্ষ কোটি টাকার কাছে বিনিয়োগ প্রস্তাব আসে। যার জন্য রাজ্যে একের পর এক সম্ভাবনাময় প্রকল্প রূপায়ণ সম্ভব হচ্ছে বলে প্রশাসনের দাবি। জঙ্গলমহল সুন্দরীর মতো প্রকল্প রূপায়ণ করার প্রক্রিয়াও চলছে। তাই আশা করা হচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক, সুলভে বিদ্যুৎ, উন্নত পরিকাঠামো আর স্থিতিশীল সরকার থাকায় আগামী দিনে বিনিয়োগের বহর বাড়বে।

Latest article