প্রতিবেদন : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আই লিগ থ্রি-র মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। নৈহাটি স্টেডিয়ামে কেরলের দল স্যাট তিরুরকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে আই লিগ থ্রি-র মূলপর্বে পৌঁছল ডায়মন্ড হারবার। সুপ্রিয় পণ্ডিত, আইমার, নরহরি শ্রেষ্ঠা, গিরিক খোসলা ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল কিবু ভিকুনার দল। এদিন ডায়মন্ড হারবারের কাছে হারলেও গ্রুপ রানার্স হয়ে পরবর্তী রাউন্ডে গেল স্যাট তিরুর। ফাইনাল রাউন্ডে গ্রুপে প্রথম দুইয়ে থাকতে পারলে আই লিগ টু-এ খেলার যোগ্যতা অর্জন করবে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-গোয়ায় ৪ বছরের ইউরোপীয় শিশুকে ধ.র্ষণ, বিহারের যুবক ধৃত
বুধবার কেরলের দলটির বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ডায়মন্ড হারবার। ম্যাচের রাশ শুরু থেকে ছিল কিবুর ছেলেদের হাতে। আক্রমণাত্মক ফুটবলে শুরুতেই গোল তুলে নেয় ডায়মন্ড হারবার। সুপ্রিয় পণ্ডিত গোল করে এগিয়ে দেন দলকে। অনবদ্য খেলে আইমারও। ১৫ মিনিটে দ্বিতীয় গোল তাঁর। এরপর গোলের খাতায় নাম লেখান সেই নরহরি। ৩৯ মিনিটে গোল দাপুটে বাঙালি স্ট্রাইকারের। কলকাতা লিগ থেকে আই লিগ, গোল করেই চলেছেন নরহরি। বিরতির আগে একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধেও ডায়মন্ড হারবারের ফুটবলাররা স্যাট তিরুরকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেয়নি। ৮২ মিনিটে ডায়মন্ড হারবারের তৃতীয় গোল গিরিকের। শেষ লগ্নে স্যাট তিরুর দ্বিতীয় গোল করলেও তা ম্যাচে ফেরার পক্ষে যথেষ্ট ছিল না।
ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘কলকাতা লিগ থেকে ধরলে আমরা আই লিগ থ্রিয়েই শেষ দুটো ম্যাচে সেরা ফুটবল খেললাম। ফুটবলারদের কুরনিশ। ওরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলেই আমরা এই ফল করতে পেরেছি। আমাদের সবার জন্য পরের রাউন্ডে যাওয়া দরকার ছিল।’’ ক্লাব সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, ‘‘গতবার আমরা আই লিগ থ্রি-র প্রাথমিক পর্বের বাধা পেরোতে পারিনি। এবার পেরেছি। কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ এই সাফল্যের জন্য। ডায়মন্ড হারবার এফসি যে ঠিক পথেই এগোচ্ছে, সেটা প্রমাণিত।’’