প্রতিবেদন : ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিসের জমিদারির পতনের পর থেকেই শুরু হয়েছিল বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো। সেই ৩০০ বছরের পুরনো পুজো আজও চলছে আগের মতই স্বমহিমায়। তার রূপ-রস-ঔজ্জ্বল্য এখনও বিদ্যমান আগের মতই। প্রাচীন রীতি অনুযায়ী এখনো বিসর্জনের দিন নীলকন্ঠ পাখি ওড়ানো হয়।
আরও পড়ুন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস
এই বনেদি বাড়ির বিশেষত্ব দেবী দুর্গাকে কৈলাসে পাঠানোর সময় রুপোর পাখা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে যাওয়া হয়, অপরদিকে রুপোর ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় রাস্তা। কথিত আছে উড়িয়ে দেওয়া নীলকন্ঠ পাখি কৈলাসে গিয়ে মহাদেবকে উমার ফিরে যাওয়ার খবর দেয়। আর সেই বিশ্বাস থেকেই আজও সদাব্রত ঘাট থেকে নীলকন্ঠ পাখি ওড়ানো হয়। পরিবারের সদস্য অমিয় রায়চৌধুরী জানান, চলতি বছর এই বাড়ির পুজো ৩০০ বছরে পা দেবে। অন্যান্য বারের মতো এবারও প্রাচীন রীতি মেনেই পুজো হবে। সপ্তমী, অষ্টমী, নবমীতে এই বাড়িতে বলির প্রথা রয়েছে।