উদ্যোগী বাংলা পক্ষ, চালু তিলোত্তমা টোটো স্ট্যান্ড

প্রতিবাদ চলুক তার সঙ্গে চলুক জীবন জীবিকাও। এর সঙ্গেই সুনিশ্চিত হোক নারীর সুরক্ষা। সেই উদ্দেশ্যেই এবার অভিনব পথ দেখাল ‘বাংলা পক্ষ’।

Must read

প্রতিবেদন : প্রতিবাদ চলুক তার সঙ্গে চলুক জীবন জীবিকাও। এর সঙ্গেই সুনিশ্চিত হোক নারীর সুরক্ষা। সেই উদ্দেশ্যেই এবার অভিনব পথ দেখাল ‘বাংলা পক্ষ’। তাদের উদ্যোগে সূচনা হল মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ডের। নাম দেওয়া হল ‘তিলোত্তমা টোটো স্ট্যান্ড’। সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড। বুধবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত চালু হল টোটো পরিষেবা। চালকের আসনেও থাকবেন মহিলারাই।

আরও পড়ুন-চলতি সপ্তাহে দক্ষিণে ফের ভারী বৃষ্টি

বেশি রাতে বাড়ি ফেরার সময় এই ধরনের অটোতে উঠলে মহিলা যাত্রীরা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনই আবার মহিলা চালকরাও আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে উঠবেন। এই বিষয়ে বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ বলেন, সংশ্লিষ্ট রুটে দিনভরই বহু মানুষ যাতায়াত করেন। ১২টি টোটো দিয়ে শুরু হলেও আগামীদিনে টোটোর সংখ্যা বাড়বে।

Latest article