ডাক্তারদের ধরনামঞ্চে বিজেপি নেত্রী শর্বরী ও মাদককাণ্ডের পামেলা

Must read

প্রতিবেদন : বুধবার নবান্ন থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ডাক্তারদের আন্দোলনে (Doctor Agitation) কোথাও কি রাজনীতি ঢুকে পড়েছে? জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে সেকথা অস্বীকার করেন। কিন্তু বাস্তব তথ্য কি আদৌ সেকথা বলছে? ডাক্তারদের (Doctor Agitation) মঞ্চে দেখা গিয়েছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও শর্বরী মুখোপাধ্যায়কে। ধরনায় বসা জুনিয়র ডাক্তারদের খাবার পরিবেশন করছেন পামেলা আর হাওয়া করছেন শর্বরী। কোন পামেলা? এই পামেলা গোস্বামীই ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি মাদক পাচারের অভিযোগে কোকেন-সহ গ্রেফতার হন। তিনি তখন রাজ্য বিজেপির যুবমোর্চার সম্পাদক। তাঁর সঙ্গে প্রবীর দে নামে আর একজনও গ্রেফতার হন। একটি কফিশপে কোকেন নিয়ে আর একজনের হাতে তুলে দেওয়ার সময় পুলিশ তাঁদের ধরে ফেলে। তাঁর ব্যাগ, গাড়ির সিটের তলা থেকে কোকেন মেলে। সেই পামেলা ডাক্তারদের ধরনা মঞ্চে কী করছেন? তাঁরা কি রাজনীতির লোক নন? চন্দ্রিমা ভট্টাচার্য কি ভুল বলেছিলেন? ছবিই আসল সত্য বলে দিচ্ছে।

আরও পড়ুন- সল্টলেকে শুরু হল বাংলার তাঁতের হাট ২০২৪, উদ্বোধনে ব্রাত্য বসু

Latest article