প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন

Must read

চলে গেলেন বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন (Chhanda Sen)। তাঁর প্রয়াণে একটা যুগের অবসান। তিনি আকাশবাণী ও কলকাতা দূরদর্শনের সঙ্গে বেশকিছুদিন যুক্ত ছিলেন। পরে চলে যান বিবিসিতে।
বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গতকাল বুধবার রাত দুটো নাগাদ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন- শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম! মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

তিনি ১৯৭৪ সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে সংবাদ পাঠক হিসেবে কাজে যোগ দেন। ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠ করতেন। ২০০৬ সালে অবসর গ্রহণ করেন তিনি। রেখে গেলেন, স্বামী, কন্যা ও অসংখ্য গুণমুগদ্ধকে। আজ, বৃহস্পতিবার ক্যাওড়াতলা মহাশ্মশানে ছন্দা সেনের (Chhanda Sen) শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর পার্থিব দেহ নিয়ে যাওয়া হবে আকাশবাণী ভবনে।

Latest article