‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
ফুলবন্ধু
নিশিরাতের মধ্যগগনে
আমার চোখে ছিল না ক্লান্তি
ঘুম যেন তার দেখা নেই।
কি খেয়াল হল
গেলাম মেদিনীপুরের
সার্কিট হাউসের ফুলের বাগানে।
সদ্য ফুটেছে কত ফুল
গোলাপ থেকে গাঁদা
ঝকঝক করছে রঙের বাহার।
দেখতে চেষ্টা করলাম
ফুল পরিবার কি জেগে আছে?
না ঘুমিয়ে পড়েছে রাতে।
দেখলাম যে পাপড়িগুলো
দিনের বেলায় ছিল তাকিয়ে,
রাতে তাদের পাপড়িগুলো
গুটিয়ে নিয়েছে ক্লান্তিতে।
ফুলের দুচোখে ঘুম,
একেবারে ঘুমিয়ে পড়েছে।
ভেবেছিলাম একবার স্পর্শ করি
কিন্তু পরক্ষণে মনে হল
ওদের ঘুম ভেঙে যাবে যে।
না-না, সারাদিন কত আনন্দ
কত রঙের বাহার তারা দেখায়,
রাতে না ঘুমোতে দিলে
তাজা ফুলের জৌলুস আসবে
কোথা থেকে?
ওদের ঘুমোতে দাও,
ওদের বিরক্ত কোরো না,
ওরা বড় ক্লান্ত।
ঘুমাও ফুলসম্ভার নিয়ে
ফুলবনবীথি বন্ধুরা।
রাতে কেউ বিরক্ত কোরো না ওদের,
ওদের বিশ্রাম দাও,
ওদের শান্তি দাও,
ঘুমাও বন্ধুরা নিশ্চিন্তে
কেউ ঘুম ভাঙাবে না।