ব্রাসেলস, ১২ সেপ্টেম্বর : ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া ছাড়াও দেখা যাবে আর এক ভারতীয় অ্যাথলিটকে। তিনি হলেন ৩০০০ মিটার স্টিপলচেজের প্রতিযোগী অবিনাশ সাবলে। প্যারিস অলিম্পিকে নীরজ জ্যাভলিনে রুপো পেলেও অবিনাশকে ফিরতে হয়েছিল ব্যর্থ হয়েই।
পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্ট হবে আজ, শুক্রবার। অর্থাৎ প্রথম দিনই ট্র্যাকে নামবেন অবিনাশ। এটাই হবে টুর্নামেন্টের প্রথম ইভেন্ট। নীরজ অবশ্য নামবেন দ্বিতীয় দিন, শনিবার। লুসানে আগের ডায়মন্ড লিগে নীরজ দ্বিতীয় হন। কিন্তু ডায়মন্ড লিগের গোটা মরশুমের হিসাবে ১৪ পয়েন্ট নিয়ে তিনি চতুর্থ স্থান পেয়ে ব্রাসেলসের ফাইনালে নামার সুযোগ পেয়েছেন। জ্যাভলিনে মোট ছ’জনকে ফাইনালে নামার সুযোগ দেওয়া হয়েছে। নীরজ টোকিও অলিম্পিকে সোনা জিতলেও প্যারিসে রুপোতেই সন্তুষ্ট থাকেন।
আরও পড়ুন-কোথায় গেল সিবিআই বিচার চাই, বিচার চাই
প্যারিসে অবিনাশের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশজনক। তিনি একাদশ স্থানে ছিলেন। সময় করেছিলেন ৮:১৩.১৮। এদিকে, ব্রাসেলসের ফাইনাল নীরজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চোট নিয়েই অলিম্পিকে নেমেছিলেন। নীরজ বলেছেন, মরশুম শেষ করে চিকিৎসকের পরামর্শ মতো চলবেন। সেক্ষেত্রে যদি তাঁকে অস্ত্রোপচার করাতে হয়, তিনি তাতেও রাজি।
ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হলে অ্যাথলিটরা পুরস্কার হিসাবে পাবেন ৩০ হাজার। এর সঙ্গে পরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সরাসরি অংশগ্রহণের জন্য পাওয়া যাবে ওয়াইল্ড কার্ডও। রানার-আপরা পাবেন ১২ হাজার ডলার। নিচের দিকে শেষ করা প্রতিযোগীরাও পাবেন পুরস্কার।