প্রতিবেদন : পুলকারে স্কুলে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়ে ৪ বছরের শিশু। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। ৪ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে অস্বাভাবিক মামলা দায়ের হয়েছে তালতলা থানায়। মধ্য কলকাতার এক নামী স্কুলের শিশু-পড়ুয়ার এমন রহস্যমৃত্যুতে তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে ময়নাতদন্ত।
আরও পড়ুন-‘দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক’, মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিবার সূত্রে খবর, কেষ্টপুরের বাসিন্দা বছর চারেকের ওই শিশু মধ্য কলকাতার এক নামী স্কুলের নার্সারিতে পড়ত। বৃহস্পতিবার রাত থেকেই তার পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে ওষুধ দেওয়া হয়। এরপর শুক্রবার সকালে স্কুলে যাওয়ার জন্য পুলকারে ওঠার পর ফের পেটে ব্যথা শুরু হয়। বমি করতে শুরু করে শিশুটি। এই অবস্থায় পুলকারের চালকের কাছে সে বাড়ি ফিরতে চাইলেও অন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষা থাকায় গাড়ি ঘোরাতে পারেনি চালক। পরিবর্তে শিশুটিকে দ্রুত এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।