সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার জেলার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে মিড-ডে মিলের তদারকি করবে প্রশাসন। কেমন চলছে মিড-ডে মিল? এই জেলার ছাত্রছাত্রীরা ও শিশু-সন্তানরা সঠিক মানের খাবার পাচ্ছে কিনা? এবারে সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে সেই খাবার খেয়ে দেখবেন প্রশাসনের কর্মীরা৷
আরও পড়ুন-উত্তরের দুই জেলায় সড়ক নির্মাণে কেন্দ্রের গড়িমসি, প্রতিবাদে পথে বাসিন্দারা
কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলা জুড়ে স্পেশাল ক্যাম্পেনিং হবে৷ মিড-ডে মিলের খাবার সব নিয়ম মেনে সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা তা সরজমিনে গিয়ে দেখা হবে৷ তিনি নিজেও যাবেন। জানা গিয়েছে কোচবিহার জেলায় প্রাথমিক ও হাইস্কুল মিলিয়ে ৩২২২টি স্কুল আছে ও ৪১৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এই জেলায়। প্রশাসন নির্দেশ দিয়েছে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রী ও শিশুসন্তানদের সঙ্গে বসে মিড-ডে মিলের খাবার খেতে হবে সরকারি কর্মীদের। সেই খাবারের মান ভাল কিনা তা নিজেরা খেয়ে দেখার পাশাপাশি মিড-ডে মিলের রান্না কীভাবে হচ্ছে তাও ঘুরে দেখবেন সরকারি কর্মীরা৷ রান্নার চালের মান, তালিকা অনুযায়ী পুষ্টিকর খাবার সরবরাহ হচ্ছে কিনা, যেখানে রান্না হচ্ছে সেই জায়গা পরিষ্কার কিনা ও চাল মজুতের জায়গা পরিষ্কার রাখা হয় কিনা, পুরোনো মশলা যাতে ব্যবহার না হয়, নির্দিষ্ট কোম্পানির ভাল মানের তেল যাতে ব্যবহার করা হয় সব দিক খতিয়ে দেখবে প্রশাসন। জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে নির্দিষ্ট দুটি দিনে মিড-ডে মিল নিয়ে স্পেশাল পরিদর্শন হবে। জানা গেছে জেলা প্রশাসন এ-ব্যাপারে সরকারি কর্মীদের একটি ফর্ম দেবে৷ স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে খাবার খাওয়ার পরে সেই এলাকা থেকে তথ্য সংগ্রহ করে সেই ফর্ম জেলাপ্রশাসনকে জমা দেওয়া হবে৷ জেলাশাসক জানিয়েছেন চলতি সপ্তাহে এ-ব্যাপারে প্রশাসনিক বৈঠক হয়েছে৷