মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভূয়সী প্রশংসা সদ্য প্রাক্তনী বর্ষীয়ান নেতা জহর সরকারের মুখে। শনিবার আচমকাই স্বাস্থ্যভবনের সামনে চিকিৎসকদের ধর্না মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ড নিয়ে ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশংসায় পঞ্চমুখ জহর সরকারের।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে জহর লেখেন, “বাঃ। মুখ্যমন্ত্রীকে লেখা শেষ (৮ সেপ্টেম্বর) চিঠিতে আমি বলেছিলাম: “আমি গত একমাস ধৈর্য ধরে আর জি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরানো মমতা ব্যানার্জীর মত ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না।”
আরও পড়ুন- সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম: আন্দোলন মঞ্চে পৌঁছে ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণার পর গত বৃহস্পতিবার সরকারিভাবে ইস্তফা দেন তিনি। গত রবিবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠিও দিয়েছিলেন। তবে পদ ছাড়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকাই ধর্না মঞ্চে গিয়ে ডাক্তারদের কাজে যোগ দেওয়ার যে অনুরোধ করেন তারও তারিফ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ।