সংবাদদাতা, সুন্দরবন : গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল। মাঝসমুদ্রে একটি বাংলাদেশি ট্রলার ডুবে যায়। ডুবে-যাওয়া সেই ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। এফবি পারমিতা নামক একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা উপকূলে ফেরার সময় দেখতে পান বেশ কয়েকজন সমুদ্রে ভাসছেন। তাঁদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। বাংলাদেশের পটুয়াখালি এলাকার বাসিন্দা। বুধবার তাঁদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা বাংলাদেশি মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, ভারতীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার না করলে তাঁরা জীবন ফিরে পেতেন না। বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করে নতুন পোশাক ও শুকনো খাবারের ব্যবস্থা করেন এপার বাংলার মৎস্যজীবীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মৎস্যজীবীরা পাথরপ্রতিমায় নামেন। রবিবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।