প্রতিবেদন : অভিভাবকের আন্তরিকতা নিয়ে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বারবার অনুরোধ করলেন, লাইভ স্ট্রিমিংয়ের জেদ না করে মানুষের স্বার্থে বৈঠকে বসুন। কিন্তু টানা অন্যায় জেদ ধরে রেখে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় গিয়েও বৈঠক এড়িয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা। অথচ তাঁদের ইমেলের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন। কিন্তু নবান্নের মতো এখানেও একই জেদে অনড় রইলেন ডাক্তাররা। বৃষ্টির মধ্যে পড়ুয়ারা বাইরে দাঁড়িয়ে আছেন দেখে মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে এসে পড়ুয়াদের অনুরোধ করেন, আপনারা ভিজবেন না। দয়া করে ভিতরে আসুন। যদি বৈঠক নাও করেন, এক কাপ চা খেয়ে যান। এরপরেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন পড়ুয়ারা। হাতজোড় করে মুখ্যমন্ত্রী বোঝান, সুপ্রিম কোর্টে মামলা চলছে। ফলে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তবে পুরো বৈঠক রেকর্ড করে রাখা হবে। সুপ্রিম কোর্টের অনুমতিসাপেক্ষে পরে তা দিয়ে দেওয়া হবে। এরসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই বৈঠকের পুরো মিনিটস করে রাখা হবে। দু’তরফেরই তাতে সই থাকবে। এবং সেই কাগজ ডাক্তারদের দিয়ে দেওয়া হবে। এতেও রাজি হননি তাঁরা। এরপর মুখ্যমন্ত্রী বলেন, গত তিনদিন ধরে অনেক অপমান করেছো আর করো না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে মুখ্যমন্ত্রী ঘরে চলে যান। বারবার এভাবে নিজেদের অন্যায় জেদ আকড়ে ধরে কেন বৈঠক এড়িয়ে যাচ্ছেন পড়ুয়ারা এবার সেই প্রশ্নও উঠছে। শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রথমে পড়ুয়াদের জেদ ভাঙাতে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দীনি চক্রবর্তী তাদের বোঝান। এতেও কাজ হয়নি। এই দুই শীর্ষ আমলা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ নিজের ঘরের দরজায় ঠায় অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সদুত্তর পড়ুয়াদের কাছ থেকে না আসায় মুখ্যমন্ত্রী ভিতরে চলে যান। তিন ঘণ্টা ধরে বৈঠকের নামে সময় নষ্ট করার পর আবার কথা পাল্টে পড়ুয়ারা জানায়, রেকর্ডিং করতে না দিলেও তারা বৈঠকে রাজি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সবমিলিয়ে শনিবার দুপুরে ধরনামঞ্চে যাওয়া থেকে সন্ধের কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক, সদিচ্ছার অভাব ছিল না মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) তরফে। কিন্তু নিজেদের জেদে অনড় থাকলেন পড়ুয়ারা।
আরও পড়ুন- হাসিনা কি ফিরছেন বাংলাদেশে? জল্পনা উসকে দিল অডিও ক্লিপিংস