সংবাদদাতা, হাওড়া: আমতায় শুরু হয়েছে বইমেলা। বইমেলায় জাগোবাংলার স্টলে উপচে পড়ছে ভিড়। উৎসুক পাঠকদের চাহিদা সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছেন দোকানিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। স্কুল-কলেজ পড়ুয়াদের পাশাপাশি ভিড় জমিয়েছেন প্রবীণ মানুষ ও মহিলারা। রবিবার জাগোবাংলার স্টলে গিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বললেন স্থানীয় বিধায়ক সুকান্ত পাল। তিনি জানান, শুক্রবার উদ্বোধনের দিন থেকেই জাগোবাংলার স্টলে ক্রেতাদের ভিড় ছিল।
আরও পড়ুন-গোষ্ঠীকোন্দলে জেরবার বিজেপি, ভোটমুখী হরিয়ানায় নিজেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা প্রবীণ নেতার
রবিবার ছুটির দিন সেই ভিড় আরও বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে বইমেলা। এই দু’দিন ভিড় আরও বাড়বে বলে আশা উদ্যোক্তাদের। মেলায় জাগোবাংলার স্টলকে ঘিরে ছাত্র-যুব ও মহিলা তৃণমূল কর্মীদের উৎসাহও একেবারে তুঙ্গে। মেলাকে ঘিরে আমতাবাসী যেভাবে সাড়া দিয়েছেন তাতে উদ্যোক্তারা খুশি। প্রত্যেকেরই দাবি, প্রতি বছর আরও বড় করে মেলা করতে হবে। শুধু আমতা নয়, আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন বইমেলায়।