সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল গুলোর নিরাপত্তা বিষয় নিয়ে যথেষ্ট সতর্ক আলিপুরদুয়ার জেলা প্রশাসন। রবিবার ছুটির দিনেও জেলাশাসক আর বিমলা ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জেলা প্রশাসনের অন্যান্য অধিকারিকদের নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল পরিদর্শন করেন। দুই হাসপাতালের নিরাপত্তা বিষয়ক দিকটি ভালো করে পর্যবেক্ষণ করে আপাতত, সিসি টিভি ও হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর খামতি রয়েছে বলে মনে করেছেন জেলাশাসক ও পুলিশ সুপার দুজনেই। এই মর্মে দ্রুত হাসপাতালগুলোতে সিসিটিভির সংখ্যায় বাড়ানো ও ক্যাম্পাসের সমস্ত জায়গায় আলো লাগানোর প্রয়োজনে রাজ্যকে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন-প্রতিমার বাজার ভাল, কিন্তু বৃষ্টিতে উদ্বেগে মৃৎশিল্পীরা
পাশাপাশি কোথাও বাউন্ডারি ওয়াল ভাঙা থাকলে তা দ্রুত মেরামত ও আগের চেয়ে উঁচু করার নির্দেশ দেওয়া হয়ে পূর্ত দফতরকে। এই প্রসঙ্গে জেলাশাসক আর বিমলা জানান, ফালাকাটা ও বীরপাড়া দুই হাসপাতালে নিরাপত্তার বিষয়ে শুধুমাত্র সিসিটিভি ও আলোর খামতি দেখতে পেয়েছি, সেটা দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।