আজ খুলছে ডুয়ার্সের জঙ্গল, পর্যটকের আশায় ব্যবসায়ীরা

বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হিসাবে তিনমাস বন্ধ থাকার পর আজ, সোমবার খুলছে সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি : বন্যপ্রাণীদের প্রজনন ঋতু হিসাবে তিনমাস বন্ধ থাকার পর আজ, সোমবার খুলছে সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। পর্যটকদের অপেক্ষায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। পূর্ব ডুয়ার্স-এর এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। উত্তরের ভুটান, পূর্বে অসম সীমানা পর্যন্ত রয়েছে এই জঙ্গলের বিস্তার। তাই পূর্ব ডুয়ার্স-এ এই জঙ্গলকে ঘিরেই বিরাট সংখ্যক মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই জঙ্গল তাদের যেমন সবকিছু দেয়, আবার মাঝে মাঝে বিনিময়ে কিছু নিয়েও নেয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা অধীর আগ্রহে এই জঙ্গল খোলার অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন-হাসপাতালের নিরাপত্তা পরিদর্শনে জেলাশাসক

সোমবার থেকে ফের গরুমারা, চাপরামারি, জলদাপাড়া, নেওড়া জঙ্গেল ক্যাম্প, বক্সা সহ সমস্ত বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি রাত্রিবাসের জন্য বনবাংলোগুলি বুক করতে পারবেন তাঁরা। এদিকে ইতিমধ্যেই সমস্ত সরকারি বনবাংলো অনলাইন বুকিং সিস্টেম চালু করেছে রাজ্য বনদফতর, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে। জলপাইগুড়ি বন্যপ্রাণী ২-এর এডিএফও রাজীব দে জানান, জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের অধীনে থাকা গরুমারা এবং চাপড়ামারি জঙ্গল খুলে দেওয়া হল।

Latest article