দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
দ্বিধা
সব দ্বিধাকে আগলে রেখেই
হেসেই যাবো সব পথ চলে।
গোধূলি লগ্নে চন্দ্রোদয় দেখবো
যখন তারারা আকাশে উঠবে জ্বলে।।
কেন ভাববো শুধু নিজের স্বার্থ
আর মাত্র নিজ সুখ-সমৃদ্ধির কথা
কেন ভাববো না যূথীবনের
মিষ্টি সুগন্ধের শুভ্র নীরবতা?
ফুরালে দিন, সামনে উঁকি দেয়
বাকহারা-কর্মহীন নিঝুমরাত
তার মধ্যেও বাতাস সাড়া দেয়
জাগে ডাউন মেমারি লেনের প্রাত।।
সাঁঝের রাতেও জোনাকি দেয় আলো
জীবনকে এগিয়ে নেবার জন্য
বিশ্বাস দেয় প্রত্যেক নিমেষে
নির্ভীক নূতন ঊষা হবে অনন্য।।
কখনও ভাবি প্রাণবন্যার মাধুরীতে
জয়ী হবে সৃষ্টির পরশপাথর
পথে ফেলে যাব আবর্জনা
আমরা মানুষ নই তো চেতনায় নিথর।।
দুর্গম বেগে-মৃত্যুমুখে দাঁড়াবো
ভেঙে দেবো অত্যাচারের বাঁধ
মৃত্যুকেও মোরা করবো যে জয়
মৃত্যু? জন্মের থেকেও বড় আস্বাদ।।
যদি সকলে ভাবে শুধু নিজেদের কথা
তবে সমাজচেতনা ভাবাবে কাদের
কিসের বিবেক? কিসের জাগরণ?
যদি নিঃশব্দে স্বার্থত্যাগ না জাগে মোদের।।
ভাষণের ফুলঝুরিতে পুষ্প জন্মে না
জন্মে কিছু বাহারি ফুল
জীবনের স্রোতে-স্রোতকে জয় করলে
জীবন ধন্য, পূর্ণ জীবনকুল।।
নাইবা পেলাম সুপ্তিসাগর তোষামোদ
সপ্তনদীর পালঙ্কের ভাষায়
রাজা হবার সাধ নেই মাগো
ভালোবেসে রেখো একটু ছায়ায়।।

Latest article