প্রতিবেদন : বিজেপি নারী নিরাপত্তা নিয়ে বড়বড় কথা বলছে, অথচ ক্যাগ রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতেই বছরের পর বছর নারী নিরাপত্তায় বরাদ্দ কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে। সেফ সিটি প্রকল্পের টাকা পেয়েও খরচ করতে পারেনি গুজরাত সরকার। নারী নিরাপত্তা ও সম্মান রক্ষায় বরাবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনুসরণ করেছে গোটা দেশ। কঠোর আইন প্রণয়নেরও পথ দেশকে দেখিয়েছে বাংলা। অথচ নারী নিরাপত্তার প্রাপ্য থেকেও বঞ্চিত করা হয়েছে বাংলাকে।
আরও পড়ুন-চিকিৎসক নেই, ফের আরজি করে ক্যানসার রোগী ফিরলেন
২০২২-২৩ আর্থিক বর্ষের রিপোর্ট অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ খরচের ১৪৩.৭৫ কোটি টাকা খরচই হয়নি। আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন খরচ করেনি ২৫ কোটি। সেফ সিটি প্রোজেক্ট ও সাইবার ক্রাইম প্রিভেনশনের ৫৭.৬৬ কোটি টাকাও খরচ করেনি গুজরাত। এই খাতে ১.৯২ কোটি টাকা ফেরত দেওয়ার কথা কেন্দ্রকে, সেখানে নিয়ম ভেঙে গুজরাত পুলিশ ৩.২১ কোটি টাকা ফেরত দিয়েছে। একইভাবে ২০২২ সালের ক্যাগ রিপোর্টে প্রকাশ পায় এভাবেই ১৫০ কোটির বেশি টাকা ফেরত চলে গিয়েছিল।