ফের ডেরেকের নিশানায় মোদি! পেট্রলের দাম বৃদ্ধি নিয়ে মুনাফা খোঁচা

Must read

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে কেন কমছে না পেট্রলের দাম। ফের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ানের (Derek O’Brien) নিশানায় মোদির বিজেপি সরকার।

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, জলমগ্ন এলাকাগুলি জেলাশাসকদের পরিদর্শনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিসাব-পরিসংখ্যান দিয়ে নিজের এক্স হ্যন্ডেলে ডেরেক (Derek O’Brien) লিখেছেন, গত ১০ বছরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। কিন্তু ভারতে পেট্রলের দাম বেড়েছে ৩০ শতাংশ। ২০১৪ সালের অগাস্টে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০২ মার্কিন ডলার। ভারতে পেট্রলের দাম ছিল ৭৩ টাকা প্রতি লিটার। ২০২৪ সালে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম কমে ৭৮ মার্কিন ডলার হলেও এদেশে পেট্রলের লিটারপ্রতি দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা।

সোমবার তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমেছে তখন ভারতে কেন পেট্রলের দাম কমেনি। একইসঙ্গে ডেরেক মোদিকে বিঁধে লিখেছেন, তেল কোম্পানিগুলিকে বিরাট অঙ্কের মুনাফা দেওয়া সত্ত্বেও তা গ্রাহকদের দেওয়া হচ্ছে না।

Latest article