এখনই কাজে ফিরুন ডাক্তাররা, বিরাট মিছিল সেই সল্টলেকেই

Must read

প্রতিবেদন : আরজি করে ঘটনার বিচার চাইছে সকলেই। একইসঙ্গে চাইছে জুনিয়র ডাক্তাররা অবিলম্বে কাজে যোগ দিন। লক্ষ লক্ষ অসহায় মানুষ প্রতিনিয়ত চিকিৎসা না পেয়ে বিপদে পড়ছেন। এই অবস্থায় দেশ বাঁচাও গণমঞ্চের (Desh Bachao Gana Mancha) উদ্যোগে সোমবার সল্টলেকের করুণাময়ীতে হল বিশাল মিছিল ও প্রতিবাদ সভা। যেখানে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। বিধাননগর কর্পোরেশনের চেয়ারপার্সন সব্যসাচী দত্ত, সাংসদ দোলা সেন, পূর্ণেন্দু বসু-সহ সংগঠনের একাধিক সদস্যরা প্রতিবাদ সভা ও মিছিলের পুরভাগে ছিলেন। প্রতিদিনই রাস্তা অবরোধ করে আন্দোলনের নামে যে ধরনের অরাজকতা চলছে, এদিনের বিশাল মিছিল ও প্রতিবাদ সভা গর্জে উঠেছে অরাজকতার বিরুদ্ধেও। আইন তার মতো করে চলবে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। আগামীকাল মঙ্গলবার ফের শুনানি রয়েছে এই মামলার। তার আগের সোমবার সল্টলেকের এই মিছিল প্রতিবাদ সভা বুঝিয়ে দিল মানুষ বিচার চাইছেন। কিন্তু অরাজকতা এবং উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা ও রাজনীতি চাইছেন না।

আরও পড়ুন- ত্রিপুরায় ২ নাবালিকাকে গণধর্ষণ! ধৃত অভিযুক্ত বিজেপি নেত্রীর পুত্র

Latest article