প্রতিবেদন : নিম্নচাপে জেরে তিন দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল। তারপর ডিভিসি (DVC) জল ছেড়েছে। ফলে ফুঁসছে দ্বারকেশ্বর, দামোদর ও মুণ্ডেশ্বরীর বাঁধ। বাঁধ ভেঙে খানাকুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে গোঘাট থানার আরামবাগের সাত নম্বর জাতীয় সড়কও জলমগ্ন। যান চলাচল ব্যাহত হচ্ছে আরামবাগ-বদনগঞ্জ রাস্তায়। মঙ্গলবার বন্যা কবলিত গোঘাটের পাবা ও হাজিপুর পরিদর্শনে গেলেন মন্ত্রী মানস ভুঁইয়া, বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য। ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ-সহ প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শন শেষে এসডিও অফিসে প্রশাসনিক সভা করেন তাঁরা। নির্দেশ দেন মানুষের পাশে থাকার। এদিকে, হুগলি জেলার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনাকে।
আরও পড়ুন-আমতা ও উদয়নারায়ণপুর ব্লকে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী পুলক রায়
আরামবাগ পুরসভার ১, ২, ১০ ও ১২ নম্বর ওয়ার্ড ১৮ নম্বর ওয়ার্ড দ্বারকেশ্বর নদের জলস্ফীতিতে জলমগ্ন হয়ে পড়েছে। আরামবাগের মহকুমা শাসক সুভাষিণী ই জানান, অতিবৃষ্টির কারণে দ্বারকেশ্বর, দামোদর এবং মুণ্ডেশ্বরীতে জলস্ফীতি ঘটেছে। খাল বিল জলে পরিপূর্ণ। গ্রামগঞ্জ, জনপথও জলমগ্ন। সব জায়গায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং বিপজ্জনক জায়গা থেকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে মানুষকে।