বার্সেলোনা, ২১ নভেম্বর : ক্যাম্প ন্যু-তে জাভি যুগের সূচনা হল জয় দিয়েই। শনিবার রাতে মেমফিস ডিপাইয়ে পেনাল্টি গোলে প্রতিপক্ষ এসপ্যানিওলকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় টানা চার ম্যাচ পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। তবে যে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র জয় এল, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন-অভিষেক টেস্টেই মাথায় চোট, হাসপাতালে সোলোজানো
ঘরের ছেলের কোচিংয়ে ধুঁকতে থাকা দল কেমন খেলে, তা নিয়ে প্রবল আগ্রহ ছিল বার্সা ভক্তদের মনে। চোখধাঁধানো ফুটবল খেলতে না পারলেও, সমর্থকদের মূল্যবান তিনটে পয়েন্ট উপহার দিলেন জাভি। সদ্য দায়িত্ব নেওয়া বার্সেলোনা কোচ ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন, তাঁর প্রথম দলে চমক থাকবে। আর এই চমক হল ইলিয়াস চাকুর। ১৭ বছরের এই স্প্যানিশ ফরোয়ার্ডকে মেমফিস ও গাভির সঙ্গে আক্রমণভাগে জুড়ে দিয়েছিলেন জাভি।
আরও পড়ুন-অশ্বিনরা কঠিন চ্যালেঞ্জে ফেলবে
ম্যাচের তিন মিনিটেই গোল করে এগিয়ে যেতে পারত বার্সেলোনা। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া ডিপাইয়ের ভলি রুখে দেন এসপ্যানিওল গোলকিপার। ১৩ মিনিটে অভিষেক ম্যাচ খেলতে নামা ইলিয়াসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট তিনেকের মধ্যেই পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ডিপাই। তবে এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। বক্সের মধ্যে ঢুকে পড়া ডিপাইকে ট্যাকল করেছিলেন এসপ্যানিওলের লিয়ান্দ্রো কাবরেরা। ডিপাই পড়ে গেলেও, ওটা ফাউল ছিল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।