দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসবেন অতিশি মারলেনা। তাঁকে এই পদে বেছে নিয়েছেন আম আদমি পার্টি। অতিশি সম্পর্কেই কুমন্তব্য করার অভিযোগ উঠল আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে তাঁকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন- দাবি মেনেছে রাজ্য, কাজে ফিরুন: জুনিয়র চিকিৎসকদের বার্তা অভিষেকের
স্বাতীর দাবি, আতিশির দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। কারণ, তাঁর পরিবার সন্ত্রাসবাদী আফজল গুরুর ফাঁসি আটকাতে দীর্ঘদিন লড়াই করেছিলেন। এরই পাল্টা স্বাতীর (Swati Maliwal) সাংসদপদে ইস্তফা চেয়ে সরব হয়েছে কেজরির দল।
স্বাতীর এই মন্তব্যের কড়া জবাব দেন আপ নেতা দিলীপ পান্ডে। বলেন, ‘আপের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন স্বাতী। কিন্তু বিজেপির শেখানো কথা বলছেন। একটু লজ্জা থাকলে দ্রুত তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। ’