প্রতিবেদন : ভারতের মতো দেশে এক দেশ-এক ভোট (One Nation One Election) পদ্ধতির প্রয়োগ আদৌ যুক্তিযুক্ত নয়— দাবি জানিয়ে মোদি সরকারের ভাবনার তীব্র বিরোধিতা করে সবার আগে সোচ্চার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি বছরের ১১ জানুয়ারি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির সচিব নীতিন চন্দ্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে জানতে চান, ‘এক দেশ’ বলতে সরকার ঠিক কী বোঝাতে চাইছে? দেশের সংবিধান যখন একাধিক রাজ্যের সমন্বয়ে গঠিত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রকে মর্যাদা দিচ্ছে তখন মোদি সরকার কীভাবে ‘এক দেশ’ শব্দটি ব্যবহার করছে? প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী৷ এই ক্ষেত্রে দেশের সংবিধান প্রণেতারা ‘এক দেশ-এক সরকার’ শব্দ বন্ধনীকে যখন মান্যতা দেননি, তখন কীভাবে মোদি সরকার এক দেশ-এক ভোট নীতি প্রয়োগ করতে চাইছে? প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন- আজ ফের সন্ধেয় মুখ্যসচিবের সঙ্গে বৈঠক জুনিয়র ডাক্তারদের
তাৎপর্যপূর্ণ হল, এক দেশ এক ভোট নীতি প্রণয়ন করার লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল মোদি সরকার৷ কোনও রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের কমিটি, তা একেবারেই বৈধ পদক্ষেপ নয়, অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিটির কার্যপ্রণালী নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী৷ তাঁর প্রশ্ন ছিল, সবার মতামত নেওয়ার আগেই কি কমিটির উপরে সরকারের মতামত চাপিয়ে দেওয়া হয়নি? দেশের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কমিটিতে রাখা হয়নি গোটা ভাবনায় বিরোধিতা আসার সম্ভাবনা মাথায় রেখে, অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা দেশের বিভিন্ন রাজ্যের বাস্তবিক চিত্র খতিয়ে না দেখে যেভাবে এক দেশ এক ভোট নীতি নিয়ে এগোনো হচ্ছে সেই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছিলেন তৃণমূল নেত্রী৷ গণতান্ত্রিক দেশে সুষ্ঠু গণতান্ত্রিক আবহ বজায় রেখে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান জানাতে গেলে কখনই এক দেশ এক ভোট নীতি প্রয়োগ করা উচিত নয়, সাফ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভারতের মতো দেশে যেখানে একটি রাজ্য এবং দেশের প্রয়োজনে ভোটের আয়োজন করা হয়ে থাকে, সেখানে মোদি সরকার চাইছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়ে দেশে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চালু করতে, সুস্পষ্ট অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের সংবিধানের পরিপন্থী এই ভাবনার বিরুদ্ধে তিনি, এক দেশ-এক ভোট (One Nation One Election) নীতির তীব্র বিরোধিতা করে সাফ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷