সংবাদদাতা, বারাকপুর : আরজি কর কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকের দাবি মেনে সরকারি হাসপাতালগুলিতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নিরাপত্তার জন্য। এবার সেই মতোই চিকিৎসক, নার্সদের নিরাপত্তার জন্যে পুলিশ আউটপোষ্টের উদ্বোধন হল কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার আউটপোষ্টের উদ্বোধন করেন বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
আরও পড়ুন-নৈহাটি হাসপাতাল পরিদর্শনে সাংসদ
পুলিশ কমিশনার বলেন, কামারহাটি থানার তত্ত্বাবধানে এই আউটপোস্ট চলবে। দায়িত্বে একজন অফিসার ইনচার্জ , ৪ জন এএসআই ও এসআই, ১৬ জন কনস্টেবল ও ৮ জন সিভিক ভলেন্টিয়ার থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্যে গোটা হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। বারাকপুর পুলিশ কমিশনারেটের এ হেন পদক্ষেপে খুশি সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের এমএসভিপি অধ্যাপক সুজয় মিস্ত্রি বলেন, কর্মরত অবস্থায় চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিজনদের কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এই ধরনের আউটপোস্ট থাকলে সে ক্ষেত্রে দ্রুত সমাধান সম্ভব হবে।