প্রতিবেদন : লাগাতার রেল দুর্ঘটনা তো লেগেই আছে। এবার রেলের অকাজের তালিকার মধ্যে জুড়ল নতুন পালক। চলতে চলতে বেমালুম পথ ভুলে বসল কলকাতা-অমৃতসর-গামী দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন। এক-আধ মিনিট নয়, পাক্কা ৩০ মিনিটেরও বেশি ভুল পথে চলার পর নাকোদর স্টেশনে পৌঁছে হুঁশ ফেরে চালকের। আসলে ট্রেনটি জলন্ধরের কাছে গিয়ে অমৃতসরের ট্র্যাক না ধরে অন্য রুটে চলে যায়। আধ ঘণ্টা এইভাবে চলার পর চালক ভুল বুঝতে পেরে নাকোদর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন। হইচই পড়ে যায় চারিদিকে।
আরও পড়ুন-এবার পুজোয় পুরুলিয়ায়
ব্যাপক ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেন যাত্রীরা। ট্রেনটি মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে অমৃতসরের পথে রওনা হয়েছিল। এই ঘটনার পর আলাদা ইঞ্জিন এনে ট্রেনটিকে অমৃতসরের দিকে নিয়ে যাওয়া হয়। এভাবে ভুল পথে চলে যাওয়ায় ফের বড়সড় দুর্ঘটনা থেকে কার্যত ভাগ্যের জোরেই বেঁচেছেন এই ট্রেনের যাত্রীরা। প্রশ্ন উঠেছে, চালক ভুল করলেও একটি ট্রেন আধ ঘণ্টা ভুল ট্র্যাকে তীব্র গতিতে ছুটছে কীভাবে? সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টার, কন্ট্রোল রুম, সিগন্যালের কর্মীরা ধরতে পারলেন না? কতখানি চরম গাফিলতি ও উদাসীনতা এই মুহূর্তে ভারতীয় রেলকে গ্রাস করেছে, এই ঘটনাই তার প্রমাণ।