রেল দুর্ঘটনা (Train Accident) আজ আর নতুন ঘটনা নয়। প্রতি মাসেই একের পর এক ট্রেন দুর্ঘটনা নজরে আসছে আর প্রকট হচ্ছে যাত্রী নিরাপত্তায় রেলমন্ত্রীর (Rail Minister) ব্যর্থতা। এবার লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় মালগাড়ির ২০টি কামরা। নিমেষের মধ্যেই রেললাইন থেকে ছিটকে যায় পণ্যবাহী ট্রেনটি। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে ফের একটা বড় ক্ষয়ক্ষতি হতে পারত। মালগাড়ির কামরা লাইন থেকে এদিন ছিটকে পড়ায় বন্ধ রয়েছে তিনটি আপ-ডাউন ট্র্যাক। স্বাভাবিকভাবেই তার ফলে বহু ট্রেন দেরীতে চলছে।
আরও পড়ুন-জয় হাতছাড়া মোহনবাগানের
জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। রেল সূত্রে খবর, কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। গত রাতের এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে মালগাড়িতে কয়লা ভর্তি করা ছিল এবং সেগুলি ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে পড়েছে। আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরীতে চলছে। দুর্ভাগ্যবশত নিয়মিত এই রেল দুর্ঘটনার ফলে চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা। বার বার উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।