হাওড়ার (Howrah) ঘুসুড়িতে জে এন মুখার্জি রোডের একটি পুরানো ছাট কাপড়ের গোডাউনের সিলিং ভেঙে মৃত চার শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশ কমিশনারের পদস্থ কর্তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছেন দমকলকর্মী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মৃত চার জনের নাম মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো। আজ, বৃহস্পতিবার সকালে সশব্দে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান চারপাশের মানুষ। প্রাথমিকভাবে কিছু বিস্ফোরণ হয়েছে মনে করা হলেও শব্দে উৎস খুঁজতে গিয়ে দেখা যায় গোডাউনের ছাদ ভেঙে পড়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ স্থানীয় বাসিন্দারাই শুরু করেন।
আরও পড়ুন-ভারতে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ এবার কেরলে
এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের ভিতর থেকে গোঙানির শব্দ পাওয়া যায় এবং প্রথমে এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় চাঙরের নীচে চাপা পড়ে ছিলেন আরও তিন জন। গুরুতর আহত অবস্থায় তাদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গোডাউনটি বহু পুরনো এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। টানা বৃষ্টিতে ছাদ দুর্বল হয়ে এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে।