সাধ্যমতো চেষ্টা করেছি, শুভবুদ্ধির উদয় হোক: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : এখনও পর্যন্ত কাজে যোগ দেননি। আমি আমার সাধ্যমতো করেছি। এর থেকে বেশি কিছু করার নেই। তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। বন্যা-পরিস্থিতিতে কাজে ফিরুন। বৃহস্পতিবার পাঁশকুড়ায় বন্যা-পরিস্থিতির পরিদর্শনে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ডিভিসির অত্যধিক জলছাড়ার জেরে দক্ষিণের একাধিক জেলার পরিস্থতি ভয়াবহ। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ। প্লাবিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাঁটুজলে দাঁড়িয়ে প্লাবিত পরিস্থিতি নিয়ে কথা বলার সময় বর্তমানে চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনের জেরে ক্ষতি হচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সব থেকে বড় কাজ। খাদ্য তুলে দেওয়া আমাদের কাজ। আমি চিকিৎসকদের বলব কাজে ফিরতে। এই জল কমে গেলেই ডায়ারিয়া, জ্বর এমনকী বন্যার জেরে সাপেরা আশ্রয় নিয়েছে ডাঙায় ফলে সাপের কামড়— এগুলো তো হবেই। আমি নিজেও মুখ্যসচিবকে ফোন করেছি। দ্রুত যেন কয়েকটি জায়গায় স্বাস্থ্যশিবির হয় এই বিষয়ে কথা বলেছি। কিন্তু স্বাস্থ্যশিবির যে করব এখনও পর্যন্ত চিকিৎসকেরা কাজে যোগদান করেননি। এরপরই মুখ্যমন্ত্রী চিকিৎসকদের ফের কাজে ফেরার বার্তা দেন। একইসঙ্গে এমন প্রতিকূল পরিস্থতিতে রাজনীতি না করে দুর্গতদের পাশে দাঁড়ানোরও বার্তা দেন তিনি।

আরও পড়ুন- বৃহস্পতিবারও জল ছাড়ল ডিভিসি, দ্রুত এলাকা খালি করার নির্দেশ

Latest article