প্রতিবেদন : আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়খণ্ড সীমান্ত (Jharkhand Border) সিল করে দিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরদিহি চেকপোস্ট সিল করে দেয় পুলিশ। আগামী তিনদিন বন্ধ থাকবে সীমান্ত। তবে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া হবে। ঝাড়খণ্ড বাঁচাতে ক্রমাগত তেনুঘাট ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বন্যা-কবলিত এলাকায় গিয়ে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।