৩ দিন ফের ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ পুরীর মন্দিরে!

Must read

পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) ফের রত্ন ভাণ্ডারের সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই কারণে আজ শনিবার থেকে টানা ৩ দিন দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন- ৯ যুবককে খুন, ৪৩ বছর পর নৃশংস হত্যালীলার রায়দান

সূত্রের খবর, দিন তিনেক আগে মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে রত্ন ভাণ্ডারের প্রযুক্তিগত সমীক্ষার কাজ সেপ্টেম্বরের ২৪ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানানো হয়েছিল চিঠিতে। কার্তিক মাসের আগে রীতি মেনে জগন্নাথদেবের পূজার্চনা হয় এবং দশেরা উপলক্ষ্যে কিছু উপাচার হয়ে থাকে। সেই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষা শেষ করার অনুরোধ করা হয়েছিল এএসআইয়ের কাছে। তবে এএসআইয়ের ১৭ সদস্যের একটি টিম প্রাথমিক পর্যায়ের সমীক্ষা চালিয়েছে।

Latest article