প্রতিবেদন: মাঝে কয়েকদিনের বিরতি। ফের বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। ফের দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ফলে পুজোর মুখে আশঙ্কায় পুজো কমিটি, ব্যবসায়ী থেকে আমজনতা। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে একটি নয়, তৈরি হয়েছে দু দু’টি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জের কাটিয়ে ফের গত কয়েকদিন স্বাভাবিক হয়েছিল পরিস্থিতি। বাড়ছিল গরম। চলছিল শুকনো আবহাওয়া। এরই মধ্যে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাদ যাবে না উত্তরের জেলাগুলিও। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ও ওডিশায়। যদিও বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এখনও কিছুটা দেরি আছে। গত সপ্তাহেও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা নেমেছিল। এরই মধ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়ে এমনিতেই চলছে বন্যা পরিস্থিতি। তার মধ্যে যদি ফের ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে বিপদ আরও বাড়বে। ডিভিসির ছাড়া জলে বানভাসি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার একাধিক এলাকা।
আরও পড়ুন- বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কুণাল-দেবাংশু, ত্রাণ নিয়ে কথা বললেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে