পুজো গাইড ম্যাপ প্রকাশ করল হাওড়া সিটি পুলিশ

আসন্ন দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল হাওড়া সিটি পুলিশ।

Must read

সংবাদদাতা, হাওড়া : আসন্ন দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করল হাওড়া সিটি পুলিশ। শনিবার বিকেলে হাওড়ার শরৎসদনে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি পুলিশের উদ্যোগে এক সমন্বয় সভারও আয়োজন করা হয়। ওই সভা থেকেই এদিন পুজো গাইড ম্যাপ প্রকাশিত হয়।

আরও পড়ুন-দুই দিনাজপুরে পুজোর অনুদান বিলি শুরু

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক ড. পি দীপাপ প্রিয়া, বিধায়ক গৌতম চৌধুরী, কল্যাণ ঘোষ, ডাঃ রানা চট্টোপাধ্যায়, প্রিয়া পাল, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, পুর কমিশনার বন্দনা পোখরিওয়াল, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার, বেলুড় মঠের স্বামী মুক্তেশানন্দ মহারাজ-সহ সিটি পুলিশের আধিকারিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন দমকল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি, পিডব্লুডি, ডব্লুবিএসইডিসিএল-এর আধিকারিকরা-সহ হাওড়ার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা।

Latest article