প্রতিবেদন : স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা ও চক্রের জাল আগেও ছিল। আগেও কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। সেটা থামিয়েছিল তৃণমূল সরকার এসেই। আবারও তা মাথাচাড়া দিয়েছে, আবারও থামাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথাই মনে করিয়ে দিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
আরও পড়ুন-সংঘপরিবারে ফাটল উস্কে দিলেন কেজরি, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জনতার আদালতে
বাম আমলে মেডিক্যাল কিট কেলেঙ্কারি ঘটেছিল ২০০৪ সালে। বাংলার বিভিন্ন সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট কিট সরবরাহের বরাত পায় বেসরকারি সংস্থা ‘মনোজাইম ইন্ডিয়া’। রক্তে হেপাটাইটিস বি, সি ও এইচআইভি সংক্রমণ নির্ণয় করতে ব্যবহার করা হত ওই কিট। তারপর ২০০৫ সালে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তবাহিত রোগের ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে জানান যায়, মেয়াদ ফুরনো কিট সরবরাহ করেছিল ওই সংস্থা। পর পর ২ বছরে ত্রুটিপূর্ণ ১ লক্ষ ৪০ হাজার কিট সরবরাহ করা হয়েছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয় সংস্থার কর্ণধার দুই ভাই গোবিন্দ ও ঘনশ্যাম সারদাকে। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগেই কেসটি ধামাচাপা পড়ে যায়। এই ঘটনার কথা মনে করিয়ে রবিবার এক এক্স বার্তায় কুণাল ঘোষ লেখেন, এটাও মনে রাখুন, ২০০৫-০৬ সালে বাম আমলে এ রাজ্যে মেডিক্যাল কিট কেলেঙ্কারি ধরা পড়েছিল। নষ্ট হয়ে যাওয়া কিট, ব্যবহৃত সরঞ্জাম পুনর্ব্যবহার, টেস্টের ভুল ফল, তার ফলে রোগ ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছিল। তাই এমন ভাব করবেন না যে, মেডিক্যাল কিট কেলেঙ্কারি বা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রথম শুনছেন। তাঁর কথায়, এই ধরনের কাণ্ড আগেও ঘটেছে। চিন্তা এখানে যে, তা আবারও ঘটছে। স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা বা চক্রের জাল আবারও মাথাচাড়া দিয়েছে। কিন্তু কেলেঙ্কারি আবারও মাথাচাড়া দিলেও, তা থামাবে রাজ্যের তৃণমূল সরকারই। এটা মনে রাখবেন যে, আগে এহেন কেলেঙ্কারি থামিয়েছিল এই সরকার। আবার থামাবে।