প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের আবহে রাজ্যে অনেকেই উৎসব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী সকলকে উৎসবে ফেরার আবেদন জানান। কারণ পুজোর সঙ্গে রাজ্যের অনেক গরিব মানুষের রুটি-রুজির প্রশ্ন জড়িত। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় খুশি রাজ্যের পুজো কমিটিগুলি। তাই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে পথে নামলেন বারুইপুরের পুজো উদ্যোক্তারা। স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন বিশাল মিছিল করেন তাঁরা।
আরও পড়ুন-২,১৮৩ থেকে ১১৭ টাকা বাড়িয়ে করা হল ২,৩০০ টাকা, ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য
আরজি কর আবহ থেকে বেরিয়ে রাজ্যবাসীকে উৎসবে ফিরে আসতে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েনি। বিরোধীদের মুখে ঝামা ঘষে উৎসবে ফেরার আবেদন নিয়ে পথে নামলেন বারুইপুরের দুর্গা উৎসব সমন্বয় কমিটির সদস্যরা। রবিবার বিকেলে বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর রাস মাঠ পর্যন্ত পথযাত্রা করেন তাঁরা। বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় ২০০ পুজো কমিটির সদস্যরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই পথযাত্রার অংশগ্রহণকারীদের দাবি, রাজ্যের বেশ কয়েকটি জেলা বন্যাকবলিত। কিন্তু বহু মানুষের জীবনজীবিকা নির্ভর করে এই দুর্গাপুজাের উপর। সারা বছর ধরে মানুষ পুজোর দিকে তাকিয়ে থাকেন। তাঁদের কথা মাথায় রেখেই মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশগ্রহণ করেন সেই আবেদনও জানান উদ্যোক্তারা।