প্রতিবেদন : অস্কার জয়ের দৌড়ে এগিয়ে গেল বলিউডের হিট ছবি ‘লাপাতা লেডিস’ (Laapataa Ladies)। পূরণ হওয়ার মুখে চিত্রপরিচালক কিরণ রাওয়ের স্বপ্ন। ২৯টি ভারতীয় ছবির সঙ্গে টক্কর দিয়ে সেরার সেরা মঞ্চের জন্য নির্বাচিত হল লাপাতা লেডিস। ২০২৫ সালের অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসাবে বেছে নেওয়া হল কিরণ রাও পরিচালিত এই ছবিটিকে। প্রখ্যাত অসমীয়া পরিচালক জহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি এবারের অস্কারের জন্য আমির খান প্রযোজিত এই ছবিটিকেই বেছে নেন। সোমবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশন কমিটির তরফে ‘লাপাতা লেডিস’ ছবির নাম ঘোষণা করা হয়েছে। এখন ছবিটি অস্কারে নমিনেশন পাবে কিনা, সেটাই দেখার। এর পাশাপাশি অস্কারের দৌড়ে ছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়লাম ছবি ‘অ্যাটাম’ও। ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। ছবিতে নীতাংশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রত্নাদের মতো একাধিক নতুন মুখকে দেখা গিয়েছিল। বিশেষ চরিত্রে ছিলেন ভোজপুরী অভিনেতা রবি কিষেণ ও ছায়া কদম।
আরও পড়ুন- দ্রুত শস্যবিমার টাকা পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, বর্ধমানে আশ্বাস মুখ্যমন্ত্রীর
ঘোমটার আড়ালে থাকা বউ বদলে যাওয়া নিয়েই এগিয়েছে লাপাতা লেডিসের (Laapataa Ladies) গল্প। রুপোলি পর্দায় ফুল-দীপকের মিষ্টি প্রেমের ৫ কোটি টাকায় তৈরি গল্প আয় করে প্রায় ২৫ কোটি টাকা। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেতেই আরও জনপ্রিয়তা পায় কিরণের ছবি। এখন দেখার সেই গল্পে কতটা মজে অস্কারের মঞ্চ। কিছুদিন আগে কিরণ রাও বলেছিলেন, তাঁর বহুদিনের স্বপ্ন ছিল তাঁর তৈরি কোনও ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে সম্মান এনে দিতে পারে৷ এখন দেখার পরিচালকের সেই স্বপ্নপূরণ হয় কিনা।