প্রতিবেদন : ত্রিপুরায় দলের কর্মী সহ প্রার্থীদের উপর হামলা নিয়ে নর্থ ব্লকের সামনে ৬-৭ ঘণ্টার ধর্ণা তৃণমূল সাংসদরা। ঘটনা যে এই জায়গায় যাবে ভাবেনি বিজেপি। চাপে পড়ে বাপ বলল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। একপ্রকার তৃণমূল কংগ্রেসের (TMC) কাছে নতিস্বীকার করল কেন্দ্র। আশ্বাস দিলেন, ‘আর কোনও হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়।”
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার যে টালবাহানা ২৪ ঘণ্টা আগে থেকে চলছিল তা সম্পন্ন হল। প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) ফোন করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রাজি হয়েছেন সাক্ষাতে। শীঘ্রই সময় দেবেন। ঠিক তারপরেই অমিত শাহ (Amit Shah) বিকেল ৪ টেয় তাঁর বাসভবন ৬ এ কৃষ্ণমেনন মার্গে বৈঠকের সময় দেন।
আরও পড়ুন : Luizinho Faleiro: রাজ্যসভায় মনোনীত হলেন লুইজিনহো
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ‘আর কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়।” ২০ মিনিটের বৈঠক শেষ করে বাইরে এসে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ আরও আশ্বাস দেন, “হিংসাত্মক ঘটনা যাতে আর না ঘটে ত্রিপুরায় তার জন্য আমি বিপ্লব দেবের (Tripura CM Biplab Deb) সঙ্গে কথা বলব। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথা বলব। দলের নেতা হিসেবেও বিপ্লব দেবকে বলব।” এছাড়াও সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারির কথাও শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন সাংসদরা। সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদরা জানিয়েছেন, এরপরেও ত্রিপুরায় যদি হিংসাত্মক ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিপ্লব দেব শুনছেন না অথবা স্বরাষ্ট্রমন্ত্রী চান না ত্রিপুরায় হিংসা বন্ধ হোক।
সোমবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে সাক্ষাতের সময় চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তবে শাহ তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি। এর পর সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা ধর্নায় বসেন। নর্থ ব্লকের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, অপরূপা পোদ্দার, ডাঃ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ আরও সাংসদরাও।