প্রতিবেদন : আচমকা টর্নেডোর কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আট মৎস্যজীবীর। হারউড পয়েন্টের সেই হতভাগ্য পরিবারগুলির পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক, সেই প্রতিশ্রুতি থেকে যে তিনি সরে আসেননি, এদিন তারও নিদর্শন রাখলেন তিনি। কাকদ্বীপের মৎস্যজীবীদের একটি ট্রলার টর্নেডোর কবলে পড়ে ডুবে যায়। জালের কারণে ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় আটজনের। রবিবার সেই মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। দেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশ আধিকারিকরা। সন্ধ্যায় ফের মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান বাপি হালদার।
আরও পড়ুন-ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে প্রশাসন, জল নামলেও দুর্ভোগ জারি
এলাকার সাংসদের হাতেই মৎস্যজীবী পরিবারের জন্য আর্থিক সাহায্য পাঠান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বজন বা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে মর্মান্তিকভাবে হারানো পরিবারগুলির জন্য কিছুটা স্বস্তি তুলে দেন তিনি বাপি হালদারের হাত দিয়ে। মৃত মৎস্যজীবীদের অন্ত্যেষ্টি থেকে পরিবারগুলির খানিকটা স্থিতাবস্থা ফিরে পাওয়া পর্যন্ত যাতে পরিবারগুলি অন্তত আর্থিক সমস্যায় না পড়ে তার দিকে দৃষ্টি দিয়ে এই সাহায্য তুলে দেন অভিষেক। তাঁর পাঠানো সাহায্য সাংসদ বাপি রবিবার তুলে দেন পরিবারগুলিকে।